মোটরসাইকেলের রেজিস্ট্রেশন থাকলে ইফতার, না থাকলে জরিমানা

শীর্ষরিপো্র্ট ডটকম। ২৯  জুন ২০১৬

নাটোরে রেজিস্ট্রেশন থাকা মোটরসাইকেলের চালককে ইফতার প্রদান ও রেজিস্ট্রেশন না থাকা মোটরসাইকেলের চালককে জরিমানা করা হয়েছে।

মোটরসাইকেলের রেজিস্ট্রেশন থাকলে ইফতার, না থাকলে জরিমানা

মোটরসাইকেলের রেজিস্ট্রেশন থাকলে ইফতার, না থাকলে জরিমানা

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে শহরে র‌্যাব-৫ এর বসানো চেকপোস্টে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন যাচাই-বাছাই করা হয়।

শহরের শঙ্কর গোবিন্ধ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন নাটোর-বগুড়া মহাসড়কের এ চেকপোস্টে ওই সড়কে যাতায়াতকারী মোটরসাইকেল আরোহীদের ইফতার বিতরণ ও জরিমানা করে র‌্যাব।

র‌্যাব-৫ নাটোর কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, মোটরসাইকেল তল্লাশিকালে যাদের রেজিস্ট্রেশন ও চালকের হেলমেট রয়েছে তাদের পুরস্কার হিসেবে ইফতারি বিতরণ করা হয়।

আর যাদের রেজিস্ট্রেশন ও হেলমেট নেই মামলা দিয়ে তাদের জরিমানা করা হয়। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

Related posts