মুসা বিন শমসেরের যুদ্ধকালীন অপরাধের তথ্য তদন্ত সংস্থায়

শীর্ষরিপো্র্ট ডটকম । ৬  এপ্রিল  ২০১৭

মুসা বিন শমসেরের যুদ্ধকালীন অপরাধের তথ্য তদন্ত সংস্থায়

মুসা বিন শমসের

(সংগৃহীত)আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের যুদ্ধাকালীন তথ্য-উপাত্ত এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক, মুক্তিযোদ্ধা প্রবীর শিকদার ও সাংবাদিক সাগর লোহানী তদন্ত সংস্থায় এই তথ্য-উপাত্ত হস্তান্তর করেন। তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী হান্নান খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত,  কিছুদিন আগে মুসা বিন শমসেরের বিরুদ্ধে কোনও তথ্য-উপাত্ত কারও কাছে থাকলে তদন্ত সংস্থায় পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছিল।

এ সাংবাদিক সাগর লোহানী বাংলা টিবিউনকে বলেন, ‘গত ১৬ বছরে তার (মুসা বিন শমসের) বিরুদ্ধে পত্র-পত্রিকায়, বই-পত্রে যেসব অভিযোগ এসেছে, সেসব তথ্য একত্রিত করে আমরা তদন্ত সংস্থায় ২৮ পৃষ্ঠার একটি সংকলন তদন্ত কর্মকর্তা সানাউল হকের হাতে দিয়েছি। তদন্ত সংস্থা সেগুলো গ্রহণ করেছে। তদন্ত সংস্থার কর্মকর্তারা বলেছেন, তারা প্রাথমিকভাবে অনুসন্ধান করছেন, আমাদের তথ্য তাদের আরও সহযোগিতা করবে। অনুসন্ধান শেষে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন।’

সাগর লোহানী আরও বলেন, ‘আমরা তাদের বলেছি, শিগগিরই অনুসন্ধান শেষ করে করে মুসা বিন শমসেরকে আইনের আওতায় আনতে হবে। কারণ তার যে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব রয়েছে, তার বিনিময়ে তিনি সাক্ষী ম্যানে করে ফেলতে পারেন। ফলে তার বিরুদ্ধে সাক্ষী পাওয়া কঠিন হবে।’

এদিকে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী হান্নান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা এসেছিলেন, কাগজপত্র দিয়ে গেছেন। আমরা সেগুলো অনুসন্ধান করে যদি সত্যতা পাই, তাহলে তদন্ত করব।’

 

 

 

Related posts