মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ১০

শীর্ষরিপো্র্ট ডটকম। ২৫  মে  ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর সমর্থক ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ১০

মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ১০

বুধবার (২৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের মহেষপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ প্রার্থী রিপন পাটোয়ারি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহসিনা হকের সমর্থকদের মধ্যে কয়েক দিন ধরেই সংঘর্ষ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে মহেষপুর এলাকায় দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনা নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে উভয় পক্ষের সংঘর্ষ হয়। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এতে ১০জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।

সংঘর্ষের কথা স্বীকার করে পুলিশের উপ-পরিদর্শক সৈকত জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে

 

Related posts