শীর্ষরিপো্র্ট ডটকম । ৩১ আগস্ট ২০১৬
মিয়ানমারের ১৬টি বিদ্রোহী উপজাতি গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনায় বসেছে দেশটির সরকার। বুধবার দীর্ঘ প্রতীক্ষিত চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেছেন দেশটির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতা অং সান সু চি।
অনুষ্ঠানে সু চি বলেন, ঐতিহাসিক এ শান্তি আলোচনায় বিদ্রোহী গ্রুপগুলোকে যাতে তার সরকার সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করে, তিনি সেই প্রতিশ্রুতি দিচ্ছেন।
মিয়ানমারের প্রায় ৬ কোটি জনগোষ্ঠীর ৪০ শতাংশই উপজাতি গোষ্ঠীর। সামরিক জান্তার শাসনামলে নির্যাতনের কারণে অধিকাংশ গোষ্ঠীই বিদ্রোহ করে। গত কয়েক দশক ধরে গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর সহিংসতায় কয়েক হাজার লোক নিহত হয়েছে।
অনষ্ঠানে সু চি বলেন, ‘এটা আমাদের সবার জন্য অনন্য সুযোগ, যা আমাদের ইতিহাসের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। আসুন এই অপূর্ব সুযোগটিকে প্রজ্ঞা, সাহস ও উদ্যমের সঙ্গে ব্যবহার করি এবং আলোকিত ভবিষ্যৎ সৃষ্টি করি।’
এর আগে মঙ্গলবার জাতিসংঘের মহাসচিব এ শান্তি আলোচনা উপলক্ষে মিয়ানমারে পৌঁছেছেন। ওই দিন সু চির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বান মিয়ানমারের রোহিঙ্গাদের প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তিনি রোহিঙ্গাদের সমস্যা সমাধানের জন্য সু চির সরকারের প্রতি আহ্বান জানান।
বান কি মুন বলেন, ‘তাদের আশা প্রাপ্য। মিয়ানমারের সকল জনগণ, প্রতিটি উপজাতি থেকে আসা লোকের সমানাধিকার নিয়ে ঐক্যের সঙ্গে তাদের প্রতিবেশীর পাশে বসবাস করা উচিত।’