মাধবদী থানার প্রশাসনিক কার্যক্রম শুরু

শীর্ষরিপো্র্ট ডটকম। ৩  জুন  ২০১৬

মাধবদী থানার প্রশাসনিক কার্যক্রম শুরু

মাধবদী থানার প্রশাসনিক কার্যক্রম শুরু

মো: আল আমিন,মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : বাংলাদেশ সরকারের সদ্য ঘোষিত নরসিংদী সদর উপজেলার শিল্পাঞ্চল মাধবদীতে থানা ঘোষনার পর গতকাল বুধবার ১ জুন সকাল ১০টায় নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) মাধবদী পুলিশ তদন্ত কেন্দ্রে মাধবদী থানার প্রশাসনিক কার্যক্রমের শুভ সূচনা ঘোষনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রী, পুলিশের আইজি মহোদয় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সূধীমহলের লোকজনদের নিয়ে মাধবদী থানার কার্যক্রম উদ্বোধন করার কথা থাকলেও তা অনিবার্য কারন বশত অনুষ্ঠানটি করা হয়নি। এ সময় পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) বলেন আমরা অতিশীগ্রই উর্দ্ধতন কর্মকর্তাদের নিয়ে মাধবদী থানার আনুষ্ঠানিক উদ্বোধন করাবো। শুভ সূচনা ঘোষনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোঃ জাকির হোসেন, এএসপি সদর সার্কেল খালেদ বিন মালেক। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াছ এ সময় তার দায়িত্ব বুঝে নেন। মাধবদী পৌরসভা সহ নুরালাপুর, কাঁঠালিয়া, মহিষাশুড়া, মেহেরপাড়া, পাচঁদোনা, আমদিয়া, পাইকারচর ও চরদিঘলদী ইউনিয়ন নিয়ে মাধবদী থানা গঠিত। আপাতত মাধবদী পুলিশ তদন্ত কেন্দ্রেই থানার কার্যক্রম পরিচালিত হবে বলে পুলিশ সূত্র থেকে জানায়।

 

 

Related posts