শীর্ষরিপো্র্ট ডটকম । ১৪ আগস্ট ২০১৬
মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা :

মাধবদীতে ৮০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার গ্রেফতার-১
মাধবদী থানার পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে থেকে ২৫ হাজার ৬৩০ পিছ যার মূল্য ৮০ লক্ষ টাকার মরন নেশার ট্যাবলেট ইয়াবা সহ শরীফ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নরসিংদী জেলা ডিবি পুলিশ গতকাল ১০ আগস্ট বুধবার রাতে।

মাধবদীতে ৮০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার গ্রেফতার-১
গ্রেফতারকৃত শরীফ নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার গাজীপুরা গ্রামের আবু তাহেরের পুত্র। ডিবির এস আই গাফফার জানায়, ঔ দিন রাতে ড্রিম হলিডে পার্কের সামনে বিপুল পরিমানের ইয়াবা ট্যাবলেটের বড় একটি চালান আদান প্রদান হবে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আমিও আমার সঙ্গীয় ফোর্স নিয়ে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে একটি বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শরীফ সহ বিপুল পরিমানের ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নরসিংদী জেলা পুলিশ সুপার আমেনা বেগম বলেন, নরসিংদী জেলার সর্ববৃহৎ এ মাদকের চালান ধরতে আমরা সক্ষম হয়েছি। পুলিশের উপর এখন জনগনের আস্থা অনেক বেড়ে গেছে। নরসিংদীতে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড অনেকাংশে কমে গেছে। এ চক্রের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান তিনি।