শীর্ষরিপো্র্ট ডটকম। ৩ জুন ২০১৬
মো: আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা ঃ বিশ্ব তামাক মুক্ত (ধুমপান বিরোধী) দিবস উপলক্ষে মাধবদী মাদক নিরোধ কর্মসূচী মা.নি.কের উদ্যোগে গত ৩১ মে মঙ্গলবার বিকেলে মাধবদী হাইস্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহন করেন পুর্বাচল এইস.এন.আই মডেল টাউন বনাম মরজাল ফুটবল একাদশ রায়পুরা নরসিংদী। নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে কোন গোল না হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে ৫-৪ গোলে পুর্বাচল এইস.এন.আই মডেল টাউন বনাম মরজাল ফুটবল একাদশ রায়পুরা নরসিংদীকে পরাজিত করে। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী মাদক নিরোধ কর্মসূচী মা.নি.কের সভাপতি মোঃ আনোয়ার হোসেন কমিশনার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বলেন মাধবদী পৌরসভার মেয়র মানিক ও মাদক নিরোধের মা.নি.ক দু’মানিক মাধবদী থাকলে মাধবদীতে মাদকাসক্ত কোন ব্যক্তি থাকতে পারেনা বলে আমি মনে মনে করি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কামাল হোসেন (উপসচিব)। মাধবদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন মানিক, নরসিংদী জেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার শওকত আলী, নরসিংদী চেম্বার অব কমার্স এর পরিচালক আলহাজ্ব নিজামুদ্দিন ভূইয়া লিটন, আলহাজ্ব মোমেন মোল্লা। আরো উপস্থিত ছিল প্যানেল মেয়র হাজী সালাহউদ্দিন, গৌতম ঘোষ, কাউন্সিলর মিজানুর রহমান, মেহেরপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মা.নি.কের সাধারন সম্পাদক মোঃ মাহবুবুল হাসান। খেলা ধারা ভাষ্যকার ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মা.নি.কের সহ-সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম অভি।
##