শীর্ষরিপো্র্ট ডটকম। ১৭ মার্চ ২০১৬
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার মাগুরা-ঝিনাইদাহ সড়কের ছোটব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে মটরসাইকেলযোগে দুই চাচাতো ভাই মাগুরা শহরের দিকে আসার পথে মাগুরা-ঝিনাইদাহ সড়কের ছোটব্রিজ নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। তবে বাসসহ চালক পালিয়ে গেছে কিন্তু সিসি টিভির ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।