শীর্ষরিপো্র্ট ডটকম । ২৩ আগস্ট ২০১৬
মন্ত্রিসভায় উঠছে সম্প্রচার কমিশন আইনের খসড়া
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন সম্প্রচার আইন এবং অনলাইন নীতিমালা মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে । মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, সম্প্রচার আইন চূড়ান্ত করতে এরই মধ্যে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান প্রতিবেদন জমা দিয়েছেন। এখন সেটির পরীক্ষা-নিরীক্ষা করছে।
তিনি বলেন, অনলাইন নীতিমালার আলোকেই নিউজ পোর্টালগুলোকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় আনা হবে। তথ্য অধিদফতর থেকে চাওয়া তথ্য ভাণ্ডারে অনলাইন নিউজ পোর্টালের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ইতিমধ্যে প্রায় এক হাজার ৮০০ অনলাইন নিউজ পোর্টালের যাবতীয় তথ্য অধিদফতরের তথ্য ভাণ্ডারে জমা হয়েছে।
মন্ত্রী বলেন, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় ১৯৬ জনকে এক কোটি ৪০ লাখ টাকার সহায়তা দেবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- তথ্যসচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী প্রমুখ।