শীর্ষরিপো্র্ট ডটকম। ১৮ জুন ২০১৬
রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশে একটি খালে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ইন্সপেক্টর মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তুরাগ থানা পুলিশের তথ্যের ভিত্তিতে বৌদ্ধমন্দিরের পাশে একটি খালে অভিযান চালিয়ে ১ হাজার গুলি, ১০৮টি পিস্তল, ২১৭টি ম্যাগাজিন, ১১টি বেওনেট উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল অস্ত্র উদ্ধারে কাজ করছে বলে জানান তিনি।
ঘটনাস্থল থেকে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা, ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় পুলিশ সদস্যরাও উপস্থিত হয়েছেন। সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।