বেনাপোল বন্দরে আগুন

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২  অক্টোবর  ২০১৬

বেনাপোল বন্দরে আগুন

বেনাপোল বন্দরে আগুন

বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন পোর্ট থানা, বন্দরের গুদামসহ আশপাশ এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্র জানায়, রোববার ভোরে বন্দরের ২৩ নম্বর গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বলে ওঠে। এক পর্যায়ে বন্দরের পাশের গুদাম ও পাশে থাকা পোর্ট থানা ভবনেও ছড়িয়ে পড়ে আগুন।

বন্দরের দুটি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বন্দর থেকে সূত্রপাত হওয়া আগুনে তার থানায় মধ্যে প্রবেশ করেছে।

 

 

Related posts