বিসিবি অবশেষে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিল

শীর্ষরিপো্র্ট ডটকম। ৫  জুন  ২০১৬

বিসিবি অবশেষে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিল

বিসিবি অবশেষে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিল

গত বছরই ভারতের প্রয়াত ক্রিকেট প্রধান জগমোহন ডালমিয়া নিজের দেশে বাংলাদেশের সঙ্গে একটি টেস্ট খেলার অঙ্গীকার করেছিলেন। কথা অনুযায়ী চলতি বছরের আগস্টে ওই টেস্ট ম্যাচটি হবার কথা; কিন্তু ডলামিয়ার মৃত্যুর পর বহু আলোচনা করেই ওই টেস্ট সিরিজের সূচি পায়নি বাংলাদেশ। তাই এ বছর টেস্ট ম্যাচটি হবে কি না বা হলেও কবে, তা জানতে বিসিসিআইর কাছে এবার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার মিরপুর শের-ই বাংলায় বিসিবি কার্যালয়ে কোচ, অধিনায়ক ও বোর্ড ডিরেক্টরদের সঙ্গে মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারত সফর নিয়ে ওদের সঙ্গে যখনই কথা হচ্ছে, ওরা নিশ্চিত করছে খেলা হবে। তবে ওরা এখন পর্যন্ত নিশ্চিত করে আমাদের কোনো তারিখ দিচ্ছে না। এখন পর্যন্ত তো সব কথা হয়েছে মুখে-মুখে, গতকালই আমাদের সিইও ওদের একটা চিঠি পাঠিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তিনি জানতে চেয়েছেন, ওদের সঙ্গে আমাদের খেলাটা কবে।’

গুঞ্জন উঠেছে এ বছরে বাংলাদেশের বিপক্ষে খেলতে চাইছে েনা ভারত। আগামী বছরের জানুয়ারিতে টেস্ট ম্যাচটি হতে পারে বলেও গুঞ্জন চলছে। তবে জানুয়ারিতে সিরিজ নিয়ে আলোচনা সম্পূর্ণ আলাদা বলে জানান তিনি।

‘ওদের খুব ব্যস্ত সূচি। ওরাও চেষ্টা করছে। তবে আমরা অফিসিয়ালি জানতে চেয়েছি, আমার ধারণা, দু-এক দিনের মধ্যে সূচি পেয়ে যাব। জানুয়ারিতে সিরিজ নিয়ে কথা হয়েছে। ওই সময় শুধু একটা টেস্ট না আরও অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছিল। তবে আমরা জানতে চেয়েছি, আমাদের যে টেস্ট খেলতে যাওয়ার কথা হয়েছিল, সেটার কি হল।’

গুঞ্জন উঠেছে টেস্ট ম্যাচের পরিবর্তে নিউজিল্যান্ড, শ্রীলংকা অথবা পাকিস্তানকে নিয়ে একটি ত্রি-দেশীয় সিরিজ খেলতে চাইছে ভারত। তাই শুধুমাত্র একটি টেস্ট ম্যাচ না কি এর সঙ্গে অন্য কিছু যুক্ত আছে তা জানতে চাইলে পাপন বলেন, ‘আমাদের যে একটা টেস্ট খেলতে যাওয়ার কথা ছিল আপতত আমরা সেটা নিয়েই লিখেছি। আরও অন্য ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, সেটা এখনও প্রাথমিক পর্যায়ে।’

 

Related posts