বিশ্ব বাঘ দিবস-২০১৬ উপলক্ষে সপ্তাহব্যাপী বাঘ প্রদর্শনী

শীর্ষরিপো্র্ট ডটকম। ২৯  জুলাই ২০১৬

বিশ্ব বাঘ দিবস-২০১৬ উপলক্ষে সপ্তাহব্যাপী বাঘ প্রদর্শনী

বিশ্ব বাঘ দিবস-২০১৬ উপলক্ষে সপ্তাহব্যাপী বাঘ প্রদর্শনী

বেঙ্গল টাইগার্স কনজারভেশন অ্যাক্টিভিটির (বাঘ) মাধ্যমে সুন্দরবনের বেঙ্গল টাইগার সংরক্ষণে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্ত হয়েছে ইউএসএইড। বাঘ সংরক্ষণে সচেতনতা সৃষ্টিতে ইউএসএইড-এর বাঘ কার্যক্রমের প্রধান বাস্তবায়নকারী ‘ওয়াইল্ড টিম’ চিত্রশিল্পী নাজির হোসেনের চিত্রকর্ম নিয়ে বাঘের উপর সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীর (পেইন্টিং এক্সিবিশন) আয়োজন করেছে।

বিশ্ব বাঘ দিবস-২০১৬ উপলক্ষে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির উদ্যোগে সপ্তাহব্যাপী ‘বাঘ যাত্রা’ প্রদর্শনী শুরু হয়েছে। রাজধানীর শিল্পকলা একাডেমির ফাইন আর্ট গ্যালারিতে শুক্রবার শুরু হওয়া সপ্তাহব্যাপী এই চিত্র প্রদর্শনী শেষ হবে ৫ আগস্ট।

‘বাঘ যাত্রা’র উদ্যোগে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাব্যবস্থাপক লিয়াকত আলী লাকি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএইড-এর বেঙ্গল অ্যাক্টিভিটির চিফ অব পার্টি গ্যারি এফ কলিন্স।

প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী লাকি বলেন, ‘ক্রমশ বাঘের সংখ্যা কমার খবর পেয়ে আমি বিচলিত না হয়ে পারিনি। আমরা আজ বাঘ রক্ষায় এগিয়ে না এলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবেনা।  নাজিরকে ধন্যবাদ তার ব্যতিক্রমী কাজের জন্য। সামনে বাঘ রক্ষায় যে কোন কিছুতে আমি থাকতে চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান এবং ওয়াইল্ড টিমের সিইও অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা বাঘের জাতি। বাংলার বাঘ রক্ষায় আমাদের সবাইকে বাঘের মত এগিয়ে আসতে হবে।’

টাইগার নাজির বলেন, ‘নিজের একান্ত আগ্রহ থেকেই এই শিল্পে আসা। লক্ষ্য ছিল যে করেই হোক আমি আমার শিল্পকর্মের মাধ্যমে দেশকে তুলে ধরব। আমার ধ্যান জ্ঞান সবই এখন এই বাঘকে ঘিরে। বাঘ রক্ষা করতে আমার কর্ম অব্যাহত থাকবে।’

ইউএসএইড-এর বেঙ্গল টাইগার অ্যাকটিভিটি-এর চিফ অব পার্টি গ্যারি এফ কলিন্স বলেন, ‘বাঘ বাংলাদেশের প্রতীক। সেই বাঘ আজ ধ্বংসের মুখে। যার মূল কারণ মুষ্টিমেয় মানুষের লোভ। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে।’

আয়োজকরা জানান, বন্য বাঘের প্রতি টাইগার নাজিরের গভীর আবেগ রয়েছে এবং তিনি ক্যানভাসে রঙ-তুলির ছোঁয়ায় তা তুলে ধরছেন। এ যাবত তিনি বাঘ নিয়ে ৩০ হাজারেরও বেশি চিত্র একেছেন। বাঘের প্রতি ভালবাসার এই এক লক্ষ্যমাত্রায় ‘ওয়াইল্ড টিম’ এর উদ্যোগে চিত্রশিল্পী নাজির হোসেনের ইন্ডিজেনাস আর্ট ফর্ম ও ট্রেডিশনাল ফোক মোটিফ ভিত্তিক নির্বাচিত চিত্রকর্ম প্রদর্শিত হবে।

 

Related posts