শীর্ষরিপো্র্ট ডটকম । ২০ সেপ্টেম্বর ২০১৬
এবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে সাজানো হচ্ছে সৈকতের বালিয়াড়ি ও হোটেল-মোটেল। ভ্রমণে আসা পর্যটকদের বাড়তি আনন্দ দেয়ার বর্ণিল সব আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। দিবসটি ঘিরে পর্যটন এলাকায় র্যা লি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসবসহ নানা আয়োজন উগ্যোগ নেয়া হয়েছে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে আয়োজিত প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়। সভায় বলা হয়, আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যটন’ (ট্যুরিজম ফর অল)।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ার নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইফুল ইসলাম মজুমদার, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) কেরামত আলী মল্লিক, কেন্দ্রীয় কৃষকলীগ যুগ্ম-সম্পাদক রেজাউল করিম, ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশন কক্সবাজার (টুয়াক) সভাপতি রেজাউল করিম, সাংবাদিক নেতা মুহাম্মদ আলী জিন্নাত, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সহ-সভাপতি নুরুল আবছার প্রমুখ।
সভায় আরো বলা হয়, সরকারের লক্ষ্য পর্যটন সবার জন্য সহজলভ্য করা। বাংলাদেশের পর্যটনের গন্তব্যের মূল স্থান কক্সবাজার। এ কারণে কক্সবাজারে দিবসটি উপলক্ষ্যে ব্যতিক্রম কিছু করাই প্রশাসন এবং পর্যটন সংশ্লিষ্টদের লক্ষ্য।
এবারে দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় সুগন্ধা পয়েন্ট থেকে শুরু হয়ে র্যা লি লাবণি পয়েন্টস্থ মুক্ত মঞ্চে গিয়ে শেষ হবে। এরপর শুরু হবে আলোচনা, শিক্ষার্থীদের উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানস্থলে বসানো হবে লোকজ পিঠা উৎসব। অনুষ্ঠানে গান গাইতে আমন্ত্রণ জানানো হবে আঞ্চলিক গানের সম্রাট, হেড মাস্টার খ্যাত সিরাজুল ইসলাম আজাদকে।