বিশ্বরঙে সেলফি প্রতিযোগিতা

শীর্ষরিপো্র্ট ডটকম। ৩০  জুন ২০১৬

বিশ্বরঙে সেলফি প্রতিযোগিতা

বিশ্বরঙে সেলফি প্রতিযোগিতা

সময়কে রাঙানোর ব্রত নিয়ে ২১ বছর আগে নারায়ণগঞ্জ চাষাঢ়ায়, সান্ত্বনা মার্কেটে ছোট পরিসরে ‘রঙ’র যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘদিনের পথ পরিক্রমায় ‘রঙ’র সঙ্গে ছিলো ক্রেতা সাধারণ, তাঁত ব্যবসায়ী, অসংখ্য শুভানুধ্যায়ী ছাড়াও আরো অনেকে। যাদের সান্নিধ্যে, সহযোগিতায় ‘রঙ’ অনুপ্রাণিত হয়েছে প্রতিনিয়ত।

‘রঙ যেন মোর মর্মে লাগে’ রবি ঠাকুরের এই অনুভবকে বিশ্বময় ছড়াতেই রুচিশীল ও রঙিন মানুষের সময়ের সঙ্গী ‘রঙ’ হয়ে উঠল ‘বিশ্বরঙ’।

আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে প্রতিষ্ঠানটি আয়োজন করেছে ‘বিশ্বরঙের আনন্দে মেতে উঠুন সেলফিতে’ শিরোনামের সেলফি প্রতিযোগিতা। বিশ্বরঙের যে কোনো শোরুম থেকে কেনাকাটা করে সেলফি তুলে সেগেুলো শেয়ার করলেই মিলবে উপহার।

সেলফি শেয়ার বা ই-মেইল করুন rangbiplobsaha@gmail.com অথবা bishworangfanclub ঠিকানায়।

 

Related posts