বিশিষ্ট ভাস্কর খালিদের ইন্তেকালে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক

শীর্ষরিপো্র্ট ডটকম । ২১মে  ২০১৭

বিশিষ্ট ভাস্কর খালিদের ইন্তেকালে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক

বিশিষ্ট ভাস্কর খালিদের ইন্তেকালে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের বিশিষ্ট ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। গতরাতে বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন, তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে স্থাপিত মহান মুক্তিযুদ্ধের স্মারক মূর্তি ‘অপরাজেয় বাংলার’ স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

বিশিষ্ট ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ ২০১৭ সালে একুশে পদক লাভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মারক ‘অপরাজের বাংলা’ বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক টেরাকোটা রিলিফ, বাংলাদেশ টেলিভিশনের আবহমান বাংলা ৪৪৭ বর্গফুট ম্যুরালসহ অসাধারণ কাজের জন্য খালিদ খ্যাতি অর্জন করেন।

 

Related posts