শীর্ষরিপো্র্ট ডটকম। ২ জুন ২০১৬
যারা বিমানে চড়েছেন, তারা কি কখনো একটা বিষয় লক্ষ্য করেছেন? কখনো কি দেখেছেন, জানলার একেবারে নিচে একটি ছিদ্র থাকে?
কেউ দেখে থাকলেও ঘাবড়ানোর কিছু নেই। এর জন্য কখনো প্রাণহানি ঘটেনি। বরং এই ছিদ্রটি রাখা হয় বায়ুর চাপ মোকাবিলার জন্য। এই ছিদ্রটির কারণেই বিমানের জানালা মারাত্মক বায়ুচাপেও ভেঙে যায় না।
জানা যায়, গড়ে প্রতিটি বিমানের জানালায় তিন স্তরে কাচ থাকে। বায়ুচাপের কথা ভেবে বাইরের এবং মাঝখানের কাচগুলি লাগানো হয়। ভারসাম্য তৈরিতে এই কাচ দু’টির ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। ছিদ্রটি মাঝখানের কাচেই থাকে। এই ছিদ্রগুলো বায়ুচাপের তারতম্যের মধ্যে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।