শীর্ষরিপো্র্ট ডটকম । ১৭ জানুয়ারি ২০১৭
বিএনপি সব বিষয়েই অন্ধকারে ঢিল ছোঁড়ে। কিন্তু সত্য খুঁজে পায় না। মূলত তারা এখন নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা ও সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ।
এ সময় ফিটনেসবিহীন যানবাহন চালনোর অভিযোগে সাতজন চালককে ১৫ দিন করে কারাদ-সহ অর্থদ- প্রদান করে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান।
ওবায়দুল কাদের হেমায়েতপুর সড়ক প্রশস্তকরণসহ একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দেন।