বাড়িতে গিয়ে সবাইকে বুঝিয়ে আওয়ামী লীগের সদস্য করার নির্দেশ

শীর্ষরিপো্র্ট ডটকম । ২২মে  ২০১৭

বাড়িতে গিয়ে সবাইকে বুঝিয়ে আওয়ামী লীগের সদস্য করার নির্দেশ

বাড়িতে গিয়ে সবাইকে বুঝিয়ে আওয়ামী লীগের সদস্য করার নির্দেশ

‘নতুন সদস্য সংগ্রহের জন্য প্রয়োজনে বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে বুঝিয়ে আওয়ামী লীগের সদস্য করবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চলতি মাসের ৩১ মে’র মধ্যেই ঢাকা মহানগরের সব থানা, ওয়ার্ড ও ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দিয়েছেন ।

সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান,দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন,আগামী ৩০ মে’র মধ্যে ঢাকা মহানগরের সব থানা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি দেয়ার কথা থাকলেও আমি আরও একদিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত সময় দিলাম। আপনারা এরমধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দিবেন।’

দলের নতুন সদস্য সংগ্রহ ও পুরানো সদস্য নবায়ন কার্যক্রমও দ্রুত শুরু করার নির্দেশ দেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর, আপনারা আগে নিজেরা নিজেদের সদস্য পদ নবায়ন করবেন। এরপর সদস্য সংগ্রহ শুরু করবেন।

 

 

Related posts