শীর্ষরিপো্র্ট ডটকম। ৩০ জুন ২০১৬
রাজধানীর বাড্ডা থানাধীন মধ্য বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় এ চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ডিবি পশ্চিম বিভাগ অভিযান চালিয়ে ওই জাল নোটসহ তাদের আটক করে। আটকরা হলেন- ইয়াছিন কাজী, সোলেমান, জাকির হোসেন, কাইয়ুম মিয়া।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, ‘তারা পেশাদার জাল টাকার ব্যবসায়ী। তারা নিজেরা জাল টাকা প্রস্তুত করেন এবং অন্যান্য জাল টাকা প্রস্তুতকারীদের নিকট হতে পাইকারীভাবে জাল টাকা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। তারা আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা শহরসহ আশ-পাশের এলাকায় বিপুল পরিমাণ জাল টাকা সরবরাহ করার পরিকল্পনার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বাড্ডা থানার নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিবি পশ্চিম বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমানের নির্দেশে এডিসি মাহিদুজ্জামানের তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মাহমুদ নাসের জনি এ অভিযান চালায়।