বাজেটে যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

শীর্ষরিপো্র্ট ডটকম । ১জুন  ২০১৭

বাজেটে যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

বাজেটে যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতা শুরু করেছেন। বাজেটটি হবে দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট যার সম্ভাব্য আকার ৪ লাখ ২৬৬ কোটির টাকা হবে বলে অর্থমন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে।

বাজেটে যেসব পণ্যের উপর শুল্ক প্রত্যাহার ও শুল্ক কমানো হয়েছে সেসব পণ্যের দাম কমবে। এছাড়া সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে অনেক পণ্যের দাম বাড়বে।

অর্থমন্ত্রণালয় ও এনবিআর সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে বাজেট ঘোষণায় যেসব পণ্যের দাম কমবে সেগুলো হলো- আমদানি করা সাবান, শ্যাম্পু, জেল, তেল, টাইলস, সিরামিক পণ্য, টয়লেট সামগ্রী, রান্নাঘরের সামগ্রী, তাস, রেডিও ক্যাসেট প্লেয়ার, সব ধরনের পার্টিক্যাল বোর্ড, জানালা, ফাইবারযুক্ত পেপার ও পেপার বোর্ড, করোগেডেপ পেপার, পেপার বোর্ডে তৈরি বাক্স, কার্টন, ওরিয়েন্টেড স্ট্রান্ড বোর্ড, ফাইবার বোর্ড, হার্ডবোর্ড, প্লাইউড দরজা, বস্তা, ব্যাগ, ছাপানো পণ্যসামগ্রী ইত্যাদি।

এছাড়া যেসব পণ্যের দাম বাড়বে বলে জানা গেছে সেসব পণ্যগুলো হলো- মিষ্টি বিস্কুট, ওয়েফার, পটেটো চিপস, হাত-নখ-পায়ের প্রসাধন সামগ্রী, প্লাস্টিকের বাক্স, পলিমারের বস্তা, সিলিং ফ্যান, দেয়াল ফ্যান, জুতা তৈরির উপকরণ, আমদানি করা শুটকি মাছ, আপেল, আঙুর, জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি, চকলেট, জ্যাম, জেলি, ফলের রস, শিশুখাদ্য, বিট লবন,  স্যানিটারি ন্যাপকিন, শেভিং রেজর, ব্যাটারি, চামড়া ও কাপড়ের তৈরি ব্যাগ, স্যুটকেস, শপিং ব্যাগ, হাতব্যাগ, পশমি কম্বল, ফেব্রিক্স,  রঙিন টেলিভিশন, টেলিভিশনের পার্টস, সিমকার্ড, ব্রাশ, সিমেন্ট, সালফিউরিক অ্যাসিড, টুথপেস্ট, ডিটারজেন্ট, দিয়াশলাই, মশার কয়েল, অ্যারোসল, আসবাবপত্র, কাচের আয়না, হীরা, জুয়েলারি, ইমিটেশনের গহনা ইত্যাদি।

 

Related posts