শীর্ষরিপো্র্ট ডটকম। ২৬ মে ২০১৬
শ্রীলংকার বন্যা ও ভূমিধস দুর্গতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওষুধ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। দেশটির অনুরোধের প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওষুধ পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছে।
শুক্রবার ওষুধের প্রথম চালান পাঠানোর কথা রয়েছে।
ওষুধ প্রশাসন অধিদফতর, অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডসহ ওষুধ শিল্প মালিক সমিতির সহায়তায় খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ডায়রিয়া ও পেটের পীড়ার ওষুধসহ বন্যাজনিত বিভিন্ন রোগের প্রতিষেধক সাহায্য হিসেবে পাঠানো হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।