শীর্ষরিপো্র্ট ডটকম । ১৬ জানুয়ারি ২০১৭
বাংলাদেশকে তথ্য অধিকারসমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করছে বলেছেন,তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।
এমপি আজ বৃহস্পতিবার দুপুরে ‘হিমালয় দূহিতা’নেপালের প্রধান তথ্য কমিশনার কৃষ্ণহরি বাসকোটা তথ্যমন্ত্রীর সাথে বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাত করতে গেলে তিনি এক বৈঠকে এ কথা বলেন।
দু’দেশের তথ্য কমিশনের মধ্যে তথ্য অধিকার সংক্রান্ত সহযোগিতা বাড়াতে বুধবার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়েও নেপাল ও বাংলাদেশের তথ্য কমিশনকে হাসানুল হক ইনু অভিনন্দন জানান।
বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান, তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশিদা বেগম সাঈদ, নেপালের তথ্য কমিশনার যশোদা দেবী তিমসিনা এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বৈঠকে উল্লেখ করেন, নেপালের সাথে তথ্য সংক্রান্ত সমঝোতা স্মারক দু’দেশের জনগণের মধ্যে পারস্পরিক জানাশোনা ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করবে।
এছাড়াও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র সাথে বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যের লুটনের মেয়র তাহির খান সাক্ষাৎ করেছেন। সচিবালয়ে এ সাক্ষাৎকালে হাসানুল হক ইনু ব্রেক্সিট-উত্তর যুক্তরাজ্যে বাংলাদেশিদের কর্মসংস্থান, সংস্কৃতি নির্ভর তথ্য এবং পণ্য প্রসারের বিষয় নিয়ে মেয়রের সাথে বিস্তারিত আলোচনা করেন।
ফজলুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নওয়াজিশ তাহনুন, লুটনের কমিউনিটি ডিভালপমেন্ট অফিসার ফজিলাত খান এবং তথ্যমন্ত্রীর একান্ত সচিব ড. মোল্লা মাহমুদ হাসান এসময় উপস্থিত ছিলেন।