বন্যপ্রাণী পাচার রোধে ৪০ মিলিয়ন ডলার অনুমোদন

শীর্ষরিপো্র্ট ডটকম। ১০ জুন ২০১৬

বন্যপ্রাণী পাচার রোধে ৪০ মিলিয়ন ডলার অনুমোদন

বন্যপ্রাণী পাচার রোধে ৪০ মিলিয়ন ডলার অনুমোদন

এশিয়ার ও আফ্রিকার ১৯ দেশে বন্যপ্রাণী পাচার বন্ধে আরো ৪০ মিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) কাউন্সিল। বৃহস্পতিবার গ্লোবাল ওয়াইল্ডলাইফ কর্মসূচির আওতায় এ অর্থ অনুমোদন দেয়া হয়।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে একটি ট্রাস্ট ফান্ডের অনুমোদন দেয়া হয়েছে। প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ শীর্ষ জলবায়ু সম্মেলনে সিদ্ধান্তের আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

অনেক উন্নয়নশীল দেশ এখনো জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পরিমাপ করতে সক্ষম নয়। সংশ্লিষ্ট দেশগুলোতে কি হারে গ্রিন হাউস গ্যাস নির্গত হচ্ছে তা নির্ধারণ করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব দেশগুলো যে কর্মসূচি হাতে নিয়েছে তা বাস্তবায়নে অর্থ একটি বড় সমস্যা। এ সমস্যাগুলো মোকাবেলায় জিইএফ ফান্ড গুরুত্বরপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

 

Related posts