
বজ্রপাতে বাবা-ছেলেসহ ছয়জনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর, দিনাজপুরের খানসামা ও সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ ছয়জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পচারচনা গ্রামে বজ্রপাতে দুই ছেলে ও বাবার মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- নিখিল হাজং (৪৫) এবং তার ছেলে জর্জ সিমসাং (১০) ও লোটন সিমসাং (৮)। এ সময় নিখিলের স্ত্রী জনতা সিমসাং (৪০) আহত হয়েছেন। তাকে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ভোরে বৃষ্টির সময় নিখিলের ঘরের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই নিখিল ও তার দুই ছেলের মৃত্যু হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল জানান, সকালে দিরাই উপজেলার হাওর এলাকায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।