শীর্ষরিপো্র্ট ডটকম । ১৪ আগস্ট ২০১৬
বঙ্গবন্ধুর আজীবন সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষার ফলেই আমরা স্বধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো দেশ বলেছেন,’বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি(এনআইবি) মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইয়াফেস ওসমান।
তিনি বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ চর্চা করতে হবে, ব্যক্তিজীবনে লালন করতে হবে। তবেই এ দেশ দ্রুত সোনার বাংলায় পরিণত হবে। তিনি এ সময় তরুণ প্রজন্মকে সৎ ও দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্রবাদ থেকে দূরে থাকার আহ্বান জানান।
আলোচনায় সভায় এনআইবির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহর সভাপতিত্বে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নঈম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবুর রহমান, মো. আবদুল হান্নান ও বিসিএসআইআরের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বক্তব্য রাখেন।