শীর্ষরিপো্র্ট ডটকম। ১৭ মার্চ
বঙ্গবন্ধুর কারণেই বাঙালি মহান জাতি হতে পেরেছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালেয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।বঙ্গবন্ধু পরিষদ এ সভার আয়োজন করে।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার ঘটনার পরে প্রায় দুই যুগ আমরা জয় বাংলা শ্লোগান দিতে পারে নি। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, চক্রান্ত করে শেখ হসিনার পাশে যেসব সিভিলিয়ানরা ছিলেন তাদেরকে সরানো হচ্ছে। যে কারণে তার চারপাশে শূণ্যতার সৃষ্টি হচ্ছে। এরই অংশ হিসাবে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান ও জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকাতকে সরিয়ে দেয়া হয়েছে।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ড. এস এম মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ আখতারুজ্জামান, প্রফেসার আ.ফ.ম ফারুকসহ বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।