শীর্ষরিপো্র্ট ডটকম । ১৯ জানুয়ারি ২০১৭
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে দুস্থ ও অসহায় রোগীদেরকে স্বাস্থসেবা দিচ্ছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। বিকেল ৩টায় এই কার্যক্রম শেষ হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পটির আয়োজন করেছে ড্যাব।
দুপুর দেড়টায় সরেজমিনে দেখা গেছে, সারিবদ্ধ হয়ে ফ্রি চিকিৎসা নিতে আসা রোগীরা স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন। চিকিৎসা নেয়ার পর ওষুধও ফ্রি দেয়া হচ্ছে।
সকাল থেকে দুপুর নাগাদ পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ড্যাব নেতারা।