ফেসবুকে বাংলাদেশি অ্যাপস মাচাও

শীর্ষরিপো্র্ট ডটকম । ১০  জানুয়ারি  ২০১৭

ফেসবুকে বাংলাদেশি অ্যাপস মাচাও

ফেসবুকে বাংলাদেশি অ্যাপস মাচাও

সম্প্রতি ফেসবুকের স্টার্ট প্রোগ্রামে যুক্ত হয়েছে মাচাও অ্যাপস। এর ফলে ফেসবুক মেসেঞ্জারে মাচাও অ্যাপসটি ইনস্টল করে ব্যবহার করা যাবে। ক্রিকেট খেলার বিভিন্ন তথ্য স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের জানাতে পারে মাচাও অ্যাপস।

ম্যাচাও অ্যাপসটি হচ্ছে ম্যাসেঞ্জার বট। যা ফেসবুকে বিশ্বে প্রথম ‘স্পোর্টস স্টার্ট প্রোগ্রাম। ম্যাচাও ম্যাসেঞ্জারে কোনো ক্রিকেট খেলার শুধু বেসিক ইনফরমেশন টাইপ করলেই স্বয়ংক্রিয়ভাবে একের পর এক ইনফরমেশন পাঠাতে থাকবে ওই খেলা সম্পর্কে। যে কারণে অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে ম্যাচাও। অ্যাপসটি পেতে ফেসবুকে ম্যাসেঞ্জারে গিয়ে সার্চ করতে হবে ম্যাচাও লিখে।

২০১৫ সালে সৈয়দ আসিফ ইকবাল আরো দুই বন্ধুকে নিয়ে প্রাথমিকভাবে তৈরি করেন এই  অ্যাপসটি।

 

Related posts