শীর্ষরিপো্র্ট ডটকম । ৯ সেপ্টেম্বর ২০১৬
চলতি বছর জেদ্দা থেকে ফিরতি ফ্লাইটে হাজিদের লাগেজ এয়ারপোর্টে গ্রহণ করা হবে না। লাগেজ হারানোসহ নানা হয়রানি থেকে রেহাই দিতে মক্কায় ফ্লাইট ছাড়ার ২৪ ঘন্টা ও মদিনায় ৩৬ ঘন্টা আগে যাত্রীদের লাগেজ গ্রহণ করা হবে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে এবার ইকোনোমি ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ৪৬ কেজি এবং এক্সিকিউটিভ ক্লাসের যাত্রীরা সর্বোচ্চ ৫৬ কেজি( তবে প্রতি পিস এর ওজন ৩০ কেজির বেশি হবে না) লাগেজ বুকিং দিতে পারবেন।
মক্কায় যাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তারা হলেন, কাদের আহমেদ ( অফিস ইনচার্জ), মোবাইল : ০৫০৭৫০৬২৩৮,
আজিজিয়ায় : মো. আরমান (সুপারভাইজার), মোবাইল : ০৫৩৫৬১৮৪৩১। আব্দুল্লাহ খায়াত রোড( আল হারাম অফিস এর পিছনে),
মিসফালাহ : ফাহাদ, সুপারভাইজার, মোবাইল: ০৫৭০৮৬৬২৬১ ইব্রাহিম খলিল রোড, (এশিয়ান পলিক্লিনিক এবং আলরাজি ব্যাংকের সামনে)।
এছাড়া মদিনায় যাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তারা হলেন, মো. ইউসুফ (অফিস ইনচার্জ), মোবাইল : ০৫০৯৬৮০৪৮৫ এবং হাসান মালিক (সুপারভাইজার), মোবাইল : ০৫০৯৮০৭১৯৯, (আল মোসানিয়া ডিস্ট্রিক্ট গার্লস স্কুল এর নিকটে বাংলাদেশ হজ অফিসের পিছনে)।