প্রধানমন্ত্রী কানাডায় পৌঁছেছেন

শীর্ষরিপো্র্ট ডটকম । ১৬   সেপ্টেম্বর   ২০১৬

প্রধানমন্ত্রী কানাডায় পৌঁছেছেন

প্রধানমন্ত্রী কানাডায় পৌঁছেছেন

গ্লোবাল ফান্ড সম্মেলনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে কানাডায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন থেকে এয়ার কানাডার একটি ফ্লাইটে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে মন্ট্রিলের পিয়েরে ইলিয়ট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তিনি।

বিমান বন্দরে অটোয়ায় বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। এছাড়া বিমানবন্দর থেকে শেখ হাসিনাকে মোটর শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় মন্ট্রিলের ওমনি মন্ট-রয়্যাল হোটেলে। কানাডায় এ সফরকালে ওই হোটেলেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী।

১২ দিনের সরকারি সফরে গত বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনে পৌঁছান। সেখানে ২২ ঘণ্টা যাত্রা বিরতির পর কানাডার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এ সফরে মন্ট্রিলে ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’-এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন তিনি।

 

Related posts