প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার সহযোগিতা চাইলেন রোহিঙ্গাদের ফেরত পাঠাতে

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৭  মার্চ  ২০১৭

কর্মক্ষেত্রে নারীর সমঅধিকারের আহ্বান প্রধানমন্ত্রীর

কর্মক্ষেত্রে নারীর সমঅধিকারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ  হাসিনা ও  ইনোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো (ছবি: ফোকাস বাংলা)বাংলাদেশ অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ইন্দোনেশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্দোনেশিয়ার সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘মিয়ানমারের শরণার্থীরা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। এর সমাধান প্রয়োজন।’  মঙ্গলবার  ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) লিডার্স সামিটের সাইড লাইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন।

বৈঠকের পরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করতে বাংলাদেশ ও মিয়ানমার সফর করেছেন।’ তিনি বলেন, ‘আজ জাকার্তা কনভেনশন সেন্টারে আইওআরএ লিডার্স সামিটের সাইড লাইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে মিয়ানমারের শরণার্থী সমস্যাটি আলোচিত হয়।’ তিনি বলেন, ‘বৈঠকে শেখ হাসিনা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে ভূমিকা নেওয়ার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানান।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘রেল, ওষুধ শিল্প ও জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও দুই নেতার বৈঠকে আলোচনা হয়।’ তিনি বলেন, ‘ইন্দোনেশিয়া এলএনজি’র প্রস্তুতকারক ও রফতানিকারক।  দুই নেতার মধ্যে বৈঠকে এ ক্ষেত্রেও সম্ভাব্য পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।’

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চমকপ্রদ আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদোকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। শেখ হাসিনার এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করে উইদোদো তিনি সাদরে গ্রহণ করেন। এ বিষয়ে উইদোদো বলেন, ‘সফরের বিষয়ে আলোচনা করতে আগামী দুই মাসের মধ্যে ইন্দোনেশীয় সরকারের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।’

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবীর প্রমুখ। সূত্র: বাসস

 

 

 

Related posts