শীর্ষরিপো্র্ট ডটকম । ১২ জানুয়ারি ২০১৭
বাংলাদেশ কোস্ট গার্ডের দুটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিতে আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুরে নতুন দুটি জাহাজ সৈয়দ নজরুল ও তাজউদ্দিন আহমেদের কমিশনিং হচ্ছে। সক্ষমতা বাড়াতে কোস্ট গার্ডের জন্য চারটি জাহাজ কেনার সিদ্ধান্ত নেয় সরকার। ইতালি থেকে আনা প্রথম চালানের দুটি অত্যাধুনিক জাহাজ, কোস্ট গার্ড পূর্বাঞ্চলকে দেয়া হয়েছে। চট্টগ্রামের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক শেষে বিকালে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী।