প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা নতুন ২০ হাজার হজযাত্রী প্রেরণে

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২২  আগস্ট ২০১৬

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা নতুন ২০ হাজার হজযাত্রী প্রেরণে

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা নতুন ২০ হাজার হজযাত্রী প্রেরণে

নতুন ২০ হাজার হজ্জযাত্রী প্রেরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে হাব সমন্বয় পরিষদ।

রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সংগঠনের আহ্বায়ক রুহুল আমিন মিন্টু, সহ-সভাপতি গোলাম আহমেদ, যুগ্ম-সম্পাদক মুজিবুল হক প্রমুখ।

পাশাপাশি ধর্ম মন্ত্রণালয় গঠিত ৯ সদস্যের কমিটি বাতিলের দাবিও জানান সংগঠনটির নেতারা। আর সরকারের পক্ষ থেকে এই দাবি না মানা হলে মঙ্গলবার সকালে এহরামের কাপড় পড়ে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করবেন তারা।

হাব সমন্বয় পরিষদের সদস্য সচিব রেজাউল করিম উজ্জ্বল হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্নীতিবাজ কমিটি বাতিল এবং নতুন ২০ হাজার কোটা আনায়নের মাধ্যমে হজযাত্রী পাঠানোর ব্যবস্থা না করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে জানানো হয়, হাব ৭০০ টাকার ব্যাগ ১৯০০ টাকা করে নিয়ে প্রায় ১৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

 

 

Related posts