শীর্ষরিপো্র্ট ডটকম । ১২ মার্চ ২০১৭
ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের মৃত্যুতে আজ গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বাংলাদেশের কূটনীতিতে কায়েসের অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে দেশ একজন দক্ষ, দেশপ্রেমিক ও সাংস্কৃতিমনা কূটনীতিককে হারিয়েছে।
শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র’কে জানান, ব্রাসিলিয়ার একটি হাসপাতালে শুক্রবার রাতে তিনি মারা যান।
মুখপাত্র বলেন, ‘কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়লে মিজারুল কায়েসকে হাসপাতালে ভর্তি করা হয় এবং স্থানীয় সময় রাত ৯টায় (শুক্রবার) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’