শীর্ষরিপো্র্ট ডটকম । ২১ জানুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রীর শোক ইলিয়াস উদ্দিন মোল্লার মাতার মৃত্যুতে
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি’র মাতা আজমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী মরহুমার পবিত্র রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগের এক শোক বার্তায় আজ এ তথ্য জানান বলা হয়।
এতে বলা হয়, রাজধানীর সিএমএইচ হাসপাতালে আজ সকাল সাড়ে আটটায় আজমা বেগম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে—রাজিউন)। তার বয়েস হয়েছিল ৭২ বছর।
তিনি চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।