শীর্ষরিপো্র্ট ডটকম । ৮ জানুয়ারি ২০১৭
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফয়েজ আহম্মেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ বুুধবার এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বুধবার ভোর ৫টায় ফয়েজ আহম্মেদ ছাগলনাইয়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী তিনি রেখে গেছেন।
আজ বাদ আছর মরহুমের নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হবে।
এদিকে ফয়েজ আহম্মেদের মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।