প্রধানমন্ত্রীর তিন দেশ সফর চলতি মাসেই

শীর্ষরিপো্র্ট ডটকম । ৫  সেপ্টেম্বর   ২০১৬

প্রধানমন্ত্রীর তিন দেশ সফর চলতি মাসেই

প্রধানমন্ত্রীর তিন দেশ সফর চলতি মাসেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসেই পর্যায়ক্রমে যুক্তরাজ্য, কানাডা ওযুক্তরাষ্ট্র এই তিন দেশ সফরে যাচ্ছেন।প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী প্রথমে যুক্তরাজ্য যাবেন। সেখান থেকে তিনি কানাডা এবং সব শেষে যুক্তরাষ্ট্র যাবেন। এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাজ্য, ১৫ সেপ্টেম্বর কানাডা এবং ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যেতে পারেন। ২৭ বা ২৮ সেপ্টেম্বরের দিকে তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কানাডা সফরটি থাকবে দ্বিপাক্ষিক। তিনি যুক্তরাষ্ট্রে যাবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে। নিউইর্য়কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ, বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

 

Related posts