প্রধানমন্ত্রীর কুরবানির গোশত বিতরণ দুস্থ ও এতিমদের মাঝে

শীর্ষরিপো্র্ট ডটকম । ১৩  সেপ্টেম্বর   ২০১৬

প্রধানমন্ত্রীর কুরবানির গোশত বিতরণ দুস্থ ও এতিমদের মাঝে

প্রধানমন্ত্রীর কুরবানির গোশত বিতরণ দুস্থ ও এতিমদের মাঝে

পবিত্র ঈদ-উল-আজহায় একটি গরু ও একটি খাসি কুরবানি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কুরবানির গোশত সবই পাঠিয়ে দেওয়া হয় রাজধানীর বিভিন্ন এতিমখানায়। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ কুরবানি দিয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

সূত্রে জানা যায়, একটি গরু ও একটি খাসি কুরবানি দেওয়া হলেও কোনো গোশতই গণভবনে রাখা হয়নি। সবই পাঠিয়ে দেওয়া হয়েছে রাজধানীর বিভিন্ন এতিমখানায়। এছাড়া দুস্থদের মাঝেও তা বিতরণ করা হয়। গণভবনে ঈদের দিন দায়িত্ব পালন করা কর্মচারীদের মাঝেও তা বিতরণ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘কুরবানির পশু জবাইয়ের পর কাটা হলে গণভবনের কর্মচারীদের কিছুটা গোশত দেয়া হয়। আর বাকি গোশত রাজধানীর বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।’

গণভবন ছাড়াও প্রধানমন্ত্রীর বাসভবন সূধাসদনে একটি গরু কুরবানি দেওয়া হবে। এই কুরবানির মাংসও গরীব ও সুধাসদনের কর্মচারীদের মাঝে বিতরণ করা হবে বলে জানা গেছে।

অপরদিকে, টুঙ্গিপাড়ায় পৈত্রিক বাড়ি ও রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক কুরবানি দিয়ে থাকেন বলে জানা গেছে।

 

Related posts