শীর্ষরিপো্র্ট ডটকম । ৯ জানুয়ারি ২০১৭
পূর্বাচল উপ-শহরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উচ্ছেদ অভিযানে দেয়াল চাপায় এক যুবক নিহত হয়েছে। তার নাম কামরুল ইসলাম (৩৩)। তিনি সুলপিনা এলাকার নুরুজ্জামানের ছেলে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছে। হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়।
সোমবার বিকেলে পূর্বাচল উপ-শহরের ৮ নং সেক্টরের সুলপিনা এলাকায় এ ঘটনা ঘটে। রাজউকের এক কর্মকর্তা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
আহতরা হলেন রাজউকের সহ-প্রকৌশলী হুমায়ুন কবির, বুলডোজার চালক ইসমাইল, ইলেক্ট্রিশিয়ান মনির হোসেন ও কামাল হোসেন। প্রাথমিকভাবে অন্যদের নাম পাওয়া যায়নি।
এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী তিনটি বুলডোজারের কাচ ভেঙে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে পূর্বাচল উপ-শহরের ৮ নং সেক্টরের সুলপিনা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে একটি দেয়ালের অংশ ভেঙে কামরুল ইসলাম চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজধানীর এ্যাপালো হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।