শীর্ষরিপো্র্ট ডটকম । ১৮ আগস্ট ২০১৬
প্রকৌশলী খালেদ মাহমুদ আজ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
তিনি পূর্ববর্তী চেয়ারম্যান প্রকৌশলী মো. শামসুল হাসান মিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন।
বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি পিডিবি’র সদস্য (উৎপাদন) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮১ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’র (বুয়েট) ত্বড়িৎকৌশল বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন।
খালেদ মাহমুদ ১৯৮১ সালের ১১ আগস্ট সহকারী প্রকৌশলী হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যক্রম পরিদপ্তরে যোগদান করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন পর্যায়ে পিডিবিতে দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
পিডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।