পাক-ভারত যুদ্ধ কাম্য নয়: প্রধানমন্ত্রী

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২  অক্টোবর  ২০১৬

পাক-ভারত যুদ্ধ কাম্য নয়: প্রধানমন্ত্রী

পাক-ভারত যুদ্ধ কাম্য নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনোভাবেই যুদ্ধ-বিগ্রহ কাম্য নয়। তাদের মধ্যে যুদ্ধ হলে আমরাও ক্ষতিগ্রস্ত হবো।

রোববার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলে কোনো সংঘাত হোক তা চাই না। তাই কীভাবে দক্ষিণ এশিয়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করা যায় সে বিষয়ে একটি উপায় বের করতে হবে।

পাকিস্তানের সঙ্গে ঝগড়ার পাশপাশি কূটনীতিও চলবে

প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তানের সঙ্গে ঝগড়ার পাশাপাশি কূটনৈতিক সম্পর্কও চলবে।

রোববার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরই আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করে। কিন্তু জিয়াউর রহমান এসে ওই বিচার বন্ধ করে দেন। বন্দীদের ছেড়ে দেন। যুদ্ধাপরাধীদের মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও বানান।

শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া সরকারে এসে রাজাকার আলবদরদের মন্ত্রী বানিয়েছেন। যারা রাজাকার আলবদরদের মন্ত্রী বানিয়েছেন তাদের এদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা ভেবে দেখতে হবে। তাদের সঙ্গে জনগণ সম্পর্ক ছিন্ন করবে কিনা সে বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশকে পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তাদের সঙ্গে মতভিন্নতা থাকতে পারে। কিন্তু কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ঠিক হবে না। মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে তারা কি বলল আর না বলল তাতে কিছু যায় আসে না।

প্রধানমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে যাদের বিচার হচ্ছে তাদের আত্মা আর পাকিস্তানের আত্মা একই। তাই তারাতো কাঁদবেই।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭১তম অধিবেশন ও কানাডার মন্ট্রিলে জিএফ সম্মেলন শেষে টানা ১৭ দিন পর শুক্রবার সন্ধ্যায় দেশে ফেরেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

 

 

ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার স্বীকৃতিস্বরূপ ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়ায় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই দোয়া কামনা করেন।

 

 

 

Related posts