পদ্মায় পশুবাহী ট্রলারডুবি, ১৬ পশু নিখোঁজ

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৮ আগস্ট ২০১৬

দৌলতদিয়ায় পশুবাহী ট্রলারডুবি, ১৬ পশু নিখোঁজ

দৌলতদিয়ায় পশুবাহী ট্রলারডুবি, ১৬ পশু নিখোঁজ

মানিকগঞ্জের পদ্মা নদীতে কুরবানির পশুবাহী একটি ট্রলার ডুবে ১৬টি পশু নিখোঁজ রয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ির দৌলতদিয়া ফেরি ঘাটের কাছে প্রচ- ঢেউয়ে ইঞ্জিনচালিত ট্রলারটি ডুবে যায়। এ সময় পশু ব্যবসায়ী  ও নৌকার মাঝিরা মিলে ৬টি পশু উদ্ধার করতে পারলেও এই প্রতিবেদন লেখা পযন্ত ১৬টি কুরবানির পশু নিখোঁজ রয়েছে।

এ তথ্য জানান নৌ-পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মোহসিন মিয়া।

রাজবাড়ির দৌলতদিয়া ঘাটের নৌ-পুলিশের (ইনচার্জ) মোহাম্মদ মোহসিন মিয়া জানান, কুরবানির ঈদকে সামনে রেখে মিতালী ট্রান্সপোর্টের ২২টি কুরবানির পশু নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার দৌলতদিয়া ঘাট থেকে আরিচা ঘাটের দিকে সকালে রওনা দেয়। কিন্তু ট্রলারটি এক নম্বর ফেরি ঘাটের কাছে যাবার পর পদ্মার প্রচ- ঢেউয়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পশু ব্যবসায়ী  এবং  ট্রলারের মাঝি মিলে ৬টি পশু উদ্ধার করে। তবে বেশির ভাগ পশু ট্রলারের সাথে রশি দিয়ে বাঁধা থাকায় বাকিগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি ধারণা করছেন, নিখোঁজ থাকা বাকি পশুগুলো নদীর তীব্র ¯্রােতে ভাটিতে চলে গেছে। তবে পশুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

 

Related posts