নূরজাহান বেগমের মৃত্যু অপূরণীয় ক্ষতি : রাষ্ট্রপতি

শীর্ষরিপো্র্ট ডটকম। ২৩  মে  ২০১৬

নূরজাহান বেগমের মৃত্যু অপূরণীয় ক্ষতি : রাষ্ট্রপতি

নূরজাহান বেগমের মৃত্যু অপূরণীয় ক্ষতি : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘নারী শিক্ষা ও নারী উন্নয়নে নূরজাহান বেগমের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।’

উপমহাদেশে নারীদের প্রথম সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

শোক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বেগম সম্পাদকের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, নূরজাহান বেগম আজ (সোমবার) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

 

Related posts