‘নির্বাচনে শেখ হাসিনাকে ‍হারানো সম্ভব নয়’: ওবায়দুল কাদের

শীর্ষরিপো্র্ট ডটকম ।   ৬   জানুয়ারি  ২০১৭

‘নির্বাচনে শেখ হাসিনাকে ‍হারানো সম্ভব নয়’: ওবায়দুল কাদের

‘নির্বাচনে শেখ হাসিনাকে ‍হারানো সম্ভব নয়’: ওবায়দুল কাদের

‘আমাদের যারা প্রতিপক্ষ তারা বুঝে গেছে, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়। তাই ষড়যন্ত্রই তাদের একমাত্র পথ। এ জন্যই দলের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে ‘বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে মতবিনিয়ময় সভায় এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা এখন এতোটাই বেশি যে নির্বাচনের মাধ্যমে তাকে আর পরাজিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।

অবাধ্য নেতাকর্মীদের হুঁশিয়ার করে ওবায়দুল কাদের বলেন, দুই একজনের অপর্কমের কারণে যেন শেখ হাসিনার অর্জন নষ্ট না হয়। তারা যদি নিজেরা সংশোধন না হয়, তবে তাদের দল থেকে বের করা দেয়া হবে।

 

 

Related posts