নিরেপক্ষভাবে সফলতার সঙ্গে কাজ শেষ করেছি : বিদায়ী সিইসি

শীর্ষরিপো্র্ট ডটকম । ৮  জানুয়ারি  ২০১৭

নিরেপক্ষভাবে সফলতার সঙ্গে কাজ শেষ করেছি : বিদায়ী সিইসি

নিরেপক্ষভাবে সফলতার সঙ্গে কাজ শেষ করেছি : বিদায়ী সিইসি

অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সফলতার সঙ্গে সব কাজ শেষ করেছি। নিরেপক্ষভাবে দায়িত্ব পালনে সক্ষমতারও প্রমাণ দিয়েছি বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ।

নির্বাচন কমিশনের(ইসি) মেয়াদ শেষ করার পর বুধবার বিকেল ৩টায় আগারগাঁও নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারের বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাজী রকিবউদ্দীন বলেন, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় ৫ ফেব্রুয়ারি  নির্বাচন করতে বাধ্য হয়েছি।

সংবাদ সম্মেলনে সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ছাড়াও অন্যন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলী উপস্থিত ছিলেন। তারা ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছিলেন। আজ (৮ ফেব্রুয়ারি) তারা পাঁচ বছর মেয়াদ পূর্ণ হয়।

এক্ষেত্রে ব্যাতিক্রম কেবল নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। তিনি ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন। ফলে তিনি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্ব-পদে থাকছেন।

 

Related posts