না ধুলেই ভালো থাকে মাথার চুল?

শীর্ষরিপো্র্ট ডটকম । ১ ফেব্রুয়ারি ২০১৭

টেক দ্যাট সিরিজের তারকা অভিনেতা গ্যারি বারলো টুইট বার্তায় বলেছেন ১৪ বছরের মধ্যে প্রথম বারের মতো মাথার চুলে ধুয়েছেন তিনি।

এর আগে কবে শেষ চুল ধুয়েছিলেন তিনি ? এর উত্তর হলো ২০০৩ সাল।

এরপর চলতি সপ্তাহান্তেই তিনি টুইট বার্তায় জানালেন ১৪ বছর পর চুল ধোয়ার অভিজ্ঞতার কথা।

এরপর এ নিয়ে সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। কারণ গ্যারির চুলের উজ্জ্বলতা মোটেও কমেনি এবং পরিচ্ছন্নতার দিক থেকেও অসাধারণ।

তাহলে না ধুলেই কী চুল বেশি ভালো থাকে ?

গ্লস্টারশায়ার এলাকার প্যাট্রিক গ্রাহাম বলছেন তার চুলে শেষবারের মতো শ্যাম্পু দিয়েছিলেন ২৫ বছর আগে।

৬০ বছর বয়সী প্যাট্রিকের ভাষায়, “আমার খুশকির সমস্যা ছিলো। এটা থেকে কোনভাবেই মুক্তি পাচ্ছিলামনা। যখন শ্যাম্পু দেয়া বন্ধ করলাম প্রথম দু সপ্তাহ বাজে অবস্থাই হয়েছিলো চুলের। এরপর খেয়াল করলাম চুল পরিস্কার হতে শুরু করলো”।

তিনি বলেনা, “এখন ২৫ বছর ধরে আমার খুশকি সমস্যা নেই। কোন দুর্গন্ধ তো নেই-ই বরং এগুলো অনেক পরিষ্কার”।

নিজের ব্লগে কায়লি টমাস লিখেছেন তিনি শ্যাম্পু ব্যবহার বন্ধ করেছেন ২০১৫ সালে।

না ধুলেই ভালো থাকে মাথার চুল?

না ধুলেই ভালো থাকে মাথার চুল?

“এখন বরং আমার চুল সামলানো আরও সহজ। সকাল বেলা আমার সময়ও অনেক বেঁচে যাচ্ছে। আর ফল হিসেবে কানের পেছনে কিছু র‍্যাশ ছিলো সেগুলোও এখন আর নেই”।

দু বছর আগে শ্যাম্পু দেয়া বন্ধ করেছেন কায়লে টমাস

আরও অনেক তারকা চুলে কোন প্রসাধন সামগ্রী ব্যবহার থেকে বিরত রয়েছেন বলেও স্বীকার করেছেন।

অ্যান্ড্রু মার বলেছেন ২০০৬ সাল থেকে চুল ধোয়া বন্ধ করেছেন।

কনজারভেটিভ পার্টির সাবেক এমপি ম্যাথিউ প্যারিসের চুল ধোয়া হয়নি গত ২০ বছর যা তিনি নিজেই বলেছেন বিবিসি ফাইভ লাইভ অনুষ্ঠানে।

না ধুলেই ভালো থাকে মাথার চুল?

না ধুলেই ভালো থাকে মাথার চুল?

তবে চুল না ধুয়ে কিংবা শ্যাম্পু ব্যবহার না করলে চুল ভালো থাকে এমন ধারণার সাথে একমত নন বিশেষজ্ঞদের অনেকেই।

ব্রিটেনের ন্যাশনাল হেয়ারড্রেসার ফেডারেশনের সাবেক সভাপতি মার্ক কোরে যেমন বলছেন শ্যাম্পু মোটেও মাথার খুলির জন্য ক্ষতিকর নয়।

“এর কিছু উপাদান চুলের ঔজ্জ্বল্য বাড়াতে সহায়তা করে”।

তার মতে চুল নিজ থেকে পরিষ্কার হয়না।

 

Related posts