নাসিরনগরে হামলা: আঁখি ৫ দিনের রিমান্ডে

 

শীর্ষরিপো্র্ট ডটকম । ৯  জানুয়ারি  ২০১৭

নাসিরনগরে হামলা: আঁখি ৫ দিনের রিমান্ডে

নাসিরনগরে হামলা: আঁখি ৫ দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলার ঘটানায় গ্রেফতার হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন আবেদনের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, আঁখিকে জিজ্ঞাসাবাদের জন্য গত শুক্রবার ৭ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। রোববার দুপুরে রিমান্ড আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার ভাটারা থানা এলাকা থেকে আঁখিকে আটক করে পুলিশ। পরে তাকে গত বছরের ৩০ অক্টোবর গৌরমন্দির ভাংচুর মামলায় গ্রেফতার দেখানো হয়।

আঁখিকে জিজ্ঞাসাবাদের জন্য গত শুক্রবার দুপুরে ৭দিনের রিমান্ড আবেদন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিনের আদালতে পাঠায় পুলিশ। এদিন আদালতের কার্যক্রম বন্ধ থাকায় বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।

 

Related posts