নরসিংদী তুলা ও সুতার ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

শীর্ষরিপো্র্ট ডটকম । ২৫ এপ্রিল  ২০১৭

নরসিংদী তুলা ও সুতার ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

নরসিংদী তুলা ও সুতার ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা ঃ নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ শেখ পাড়ায় বাংলাদেশ তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউটের অদূরে একটি তুলা ও সুতার ঝুট গোডাউনে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডটি সংঘটিত হয় গতকাল ২৫ এপ্রিল ভোর রাত আনুমানিক ৪টার দিকে। প্রায় ২০ শতাংশ জমির উপর স্থাপিত এই গোডাউনে রক্ষিত আনুমানিক তিন কোটি টাকার ঝুট তুলা ও সুতা পুড়ে গেছে বলে জানিয়েছেন ঝুট ব্যবসায়ী অলিউল্লাহ এন্টারপ্রাইজের মালিক রাজ্জাক মিয়া। তবে তার পাশের অপর এক ব্যবসায়ী জানান, প্রায় আশি লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা যায়। জানা গেছে গতকাল ২৫ এপ্রিল ভোর রাত আনুমানিক ৪টার দিকে গোডাউনের ঝুট মালামালে আগুন লাগে। আগুনের উত্তাপে গোডাউনের আশপাশের লোকজন ঘুম থেকে জেগে উঠে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। নরসিংদী ফায়ার সার্ভিস সহ জেলার ৫টি ইউনিট নরসিংদীর ২ টি, মাধবদীর ২ টি ও শিবপুরের ১ টি ইউনিট ভোর আনুমানিক সাড়ে ৫টার থেকে পর্যায়ক্রমে আগুন নেভাতে ঘটনা স্থলে ছুটে এসে প্রায় ৩ ঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের খবর ভোর রাতেই জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের জানানো হয়। সকাল আনুমানিক ৭টার দিকে দমকল বাহিনীর সদস্যদের পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকাবাসী আগুন নেভাতে সহযোগিতা করতে দেখা যায়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম রেজা এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে ঢাকা থেকে দমকল বাহিনীর সহকারি পরিচালক ঘটনাস্থলে এসেছেন বলে জানিয়েছেন দমকল বাহিনীর এক সদস্য। দমকল বাহিনীর সদস্যরা জানান, মূল আগুন নেভে গেছে। এখন শুধু ডেম্পারিং চলছে। এটা শেষ করতে অনেক সময় লাগবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন ঘসে ঘসে জ¦লছিল। এলাকাবাসীদের পক্ষে মো: শওকত হোসেন দানা মিয়া এ প্রতিনিধিকে জানান, এর আগেও এই গোডাউনে ৪বার আগুন লেগেছে। আমরা সাথে সাথেই আগুন নিভিয়ে দিয়েছি। আমরা আতংকগ্রস্থ। ঘনবসতিপূর্ণ এই এলাকায় দাহ্য পদার্থ সম্বলিত এই গোডাউনটি যেন এখান থেকে সরিয়ে নেয়া হয়। অল্পের জন্য আমার প্রতিবেশী শাহাদাতের বাড়ী আগুনের হাত থেকে রক্ষা পায়। তবু একটি ঘরের একাংশ পুড়ে গেছে? আগে চার বার আগুন লাগার কথা জানতে চাইলে গোডাউনের মালিক রাজ্জাক মিয়া বলেন, আগে একবার আগুন লেগেছিল। তা ভিতরে নয় বাহিরে।

 

 

Related posts