শীর্ষরিপো্র্ট ডটকম । ৬মে ২০১৭
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন গত দুই বছরে নগরীর উন্নয়ন ও শৃঙ্খলামূলক কাজ করতে গিয়ে বিভিন্ন মহল থেকে নানাবিধ হুমকি-ধমকি ও প্রতিরোধ এসেছে। কিন্তু কোনো চাপে নতি স্বীকার করেননি।
শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে মেয়র পদে দুই বছর পূর্তি উপলক্ষে ‘এগিয়ে যাচ্ছে দক্ষিণ ঢাকা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, সচিব খান মো. রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালাহ উদ্দিন প্রমুখ।
নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাঈদ খোকনে বলেন, নাগরিকদের নিরাপদ ও সুষ্ঠুভাবে ফুটপাতে চলাচলের জন্য গুলিস্তান, মতিঝিল, নিউমার্কেটের ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। নানাবিধ হুমকি-ধমকি, প্রতিরোধ এসেছে। কোনো চাপের কাছে নতি স্বীকার করিনি। কর্মদিবসে ‘অফিস আওয়ারের’ পরে হকারদের ফুটপাতে বসার অনুমতিদানের জন্য সপ্তাহের নির্দিষ্ট দিন দিলকুশা, নবাবপুর রোড, মতিঝিল আইডিয়াল স্কুল সংলগ্ন স্থান, সেগুনবাগিচা ও বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ৫টি হলিডে মার্কেট চালু করা হয়েছে।